পরিচিতি
হ্যালো! আমি একজন বিদেশি আর এইটা আমার লেখাজোখার জায়গা।
আচ্ছা, আমি আসলে বিদেশি না 😅, বাংলাদেশি। পাইথনে প্রোগ্রামিং করি, আর্চলিনাক্স চালাই, এপ্লিকেশন সার্ভার নিয়ে খেলাধূলা করি, এবং মাঝেমাঝে বড় বড় প্রজেক্ট আইডিয়া বের করে সেটা ব্যাকলগে ফেলে সময় কাটাই।
এইখানে টুকটাক কোড, সফটওয়্যার, ইন্টারনেট, পিক্সেল আর্ট, বইপত্র, আরও অন্যান্য র্যান্ডম বিষয়ে লেখাজোখার চেষ্টা করছি।
- বিদেশি, ১৪ ফেব্রুয়ারি ২০২০
সাইটের নাম এমন কেন? সাইটের কর্তৃপক্ষের নাম এমন কেন?
তেমন বিশেষ সিক্রেট কারণ নাই। bdeshi নিকনেমটা অনেক অনেক কাল আগে বাছাই করা হয়েছিল, কারণ আমি বাংলাদেশি → Bangladeshi → BDeshi → bdeshi, আবার আমি অন্তর্মুখী কীনা, স্বদেশে স্বজনের মধ্যেও বিদেশির মত আচরণ করি 😅।
আর এই সাইটটা হচ্ছে আমার লেখাজোখার আর হবি কাজকর্মগুলি প্রদর্শনের জায়গা, তাছাড়া আমার নিজস্ব অনেক সার্ভিস চলে এই সাইটের বিভিন্ন সাবডোমেইনে। অর্থাৎ এইটা আমার নিজস্ব জায়গা, মানে বিদেশির স্পেস, bdeshi.space — অনেক চিন্তাভাবনা করে ডোমেইনটা বাছাই করা!
নাহ, আসলে যখন কোন একটা ডোমেইন কিনতে চাচ্ছিলাম, তখন .space
টিএলডি সবচেয়ে কমদামি ছিল 😁।
সাইটটা কি দিয়ে বানানো?
সাইটটা বর্তমানে:
জেকিল দিয়ে বানানো, গিটহাবে হোস্ট করা।ব্যাশব্লগ-নেক্সটজেন দিয়ে তৈরি। মন্তব্যের সুযোগ নাই, কোন মন্তব্য জানাতে ইমেইল করতে পারেন।হুগো দিয়ে প্রস্তুত করা, এবং থিম হচ্ছে এনিগমো (এটা আবার মিনিমোর ফর্ক)। আটারেন্সেস দিয়ে গিটহাব ইস্যু থেকে মন্তব্য করা যায়।লেকটরে চলছে, ডিফল্ট কনফিগারেশন কিছুটা কাস্টমাইজ করা।পেলিক্যান দিয়ে গঠিত, এবং একটা সেল্ফ‑হোস্টেড ইস্যো ইনস্ট্যান্স দিয়ে মন্তব্য করা যায়।নোওন এর সেল্ফহোস্টেড সার্ভার দিয়ে প্রকাশিত, ডিফল্ট সেটিংসেই চলছে।ওয়ার্ডপ্রেসে সম্পাদিত, কাস্টমাইজড শিজ্ম থিম ব্যবহার করা হচ্ছে। আর প্লাগইন, অনেক অনেক প্লাগইন।- গ্র্যাভ দিয়ে নির্মাণ করা, অনেকগুলি প্লাগইন সহ। এডিটরিয়াল or হাইপারটেক্সট থিম দিয়ে ডিজাইন করা।
- TODO: (কাস্টম ব্লগিং এঞ্জিন দিয়ে উৎপাদন করা হবে)
সাইটটা ফেডিভার্স এবং ইন্ডিওয়েবের সাথে সংযুক্ত. ব্যাকএন্ডটা যদি ঠিকমত কাজ করতে থাকে তাহলে মাস্টোডন, ফ্রেইন্ডিকা, গ্নুসোশ্যাল প্রভৃতি ফেডারেটেড সার্ভিসে এই সাইটের আপডেট ফলো করা যাবে, এবং মন্তব্য ও প্রতিমন্তব্য করা যাবে, অন্যান্য ইন্ডিওয়েব সমর্থিত সাইট থেকেও এই সাইটে মন্তব্য করা, লেখা উদ্ধৃতি, রিপ্লাই ইত্যাদি করা যাবে।
দুঃখজনকভাবে ব্লগেr ফেডিভার্স ইন্টিগ্রেশনে বর্তমানে একাধিক সমস্যা হচ্ছে।
আরএসএস এর পাশাপাশি অ্যাক্টিভিটিপাব, মাইক্রোপাব এবং জেসনফিড এর মাধ্যমেও এই সাইটের আপডেট প্রকাশিত হয়।

এই সাইটের বিষয়বস্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ারঅ্যালাইক ৪.০ ইন্টারন্যাশনাল CC-BY-SA-4.0 লাইসেন্সের অধীনে প্রকাশিত, যদি ব্যতিক্রম উল্লেখ না করা হয়।