সূচনা
লিনাক্স কিছুদিন ভালমত চালালেই বুঝে ফেলা যায় যে, ঝকমকে গ্রাফিক্সঅলা কোন হাইফাই ডেস্কটপ নয়, সাদামাটা টার্মিনালটাই এই রাজ্যের শাসক। প্রায়ই টুকটাক কমান্ড চালানোর জন্য টার্মিনাল উইন্ডো খুলতে হয়। হয়ত দেখা যায়, একগাদা টার্মিনাল উইন্ডো খুলে ডেস্কটপটাই ঘুটঘুটে অন্ধকার করে ফেলেছি। আবার এতগুলোর মধ্যে দরকারি টার্মিনালটা খুঁজে বের করতে গিয়ে Alt+Tab এর বারোটা বাজে। এই টার্মিনালগুলো সব যদি একসাথে সাজানো গোছানো থাকতো, কি সুবিধাই না হত, তাই না? তার সাথে টাইল করা রঙচঙে অ্যাডভান্স্ড টার্মিনাল দেখিয়ে সস্তায় পাতিহ্যাকার ভাবও নিতে পারি (শেষের স্ক্রিনশটটা দ্রষ্টব্য 😎)!
ঠিক এই কাজের জন্যই জনপ্রিয় অদ্বিতীয় একটা প্রোগ্রাম হচ্ছে টিমাক্স (tmux)। কিন্তু অধিকাংশ টার্মিনালভিত্তিক প্রোগ্রামগুলোর মতই এটাও নতুনদের কাছে স্বভাবসুলভ দুর্বোধ্য। এইখানে টিমাক্স চালানোর প্রাথমিক ধারণা তুলে ধরার চেষ্টা করছি।