মূল বিষয়ে

আর্কাইভ:

ট্যাগ: সার্ভার

জিপিজি ওয়েব কী ডিরেক্টরি

মেইল বা ফাইল আদানপ্রদানের ক্ষেত্রে নিরাপত্তার একটা নির্ভরযোগ্য উপায় হচ্ছে ওপেনপিজিপি ভিত্তিক প্রাইভেট/পাবলিক কী ব্যবস্থা। আমি আমার পিজিপি কী দিয়ে সাইন বা এনক্রিপ্ট করে যেকোন তথ্য পাঠালে আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন যে যাত্রাপথে অন্য কেউ সেটা “হ্যাক” করে পাল্টে দিতে পারেনি।

তো কারো সঙ্গে এই পিজিপি কী দিয়ে মেসেজ আদানপ্রদানের আগে তাকে আমার পাবলিক কী টা জানাতে হবে। এই জন্য একটা উপায় হচ্ছে কোনো কী সার্ভারে আমার পাবলিক কী আপলোড করে রাখা। কিন্তু কী সার্ভারগুলোর বেশিরভাগেরই একটা বড় সমস্যা হচ্ছে, যেকেউ যেকোন ইমেইল দিয়ে কী তৈরি করে আপলোড করতে পারে; তাই আমার ইমেইল মিললেই কী টা যে আমার, তার নিশ্চয়তা নেই।

আরও নিশ্চয়তার জন্য আমি নিজের ওয়েবসাইটে পাবলিক কী আপলোড করে রাখতে পারি। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে কেউ যদি আমার কী টা চায়, তাহলে সেটা সাইটের কোথায় আছে প্রথমে তা খুঁজে বের করতে হবে, তারপর ডাউনলোড করতে হবে, তারপর ইমপোর্ট করতে হবে। এভাবে কয়জনের কী খুঁজে বের করতে মজা লাগবে?

জিপিজিতে এজন্য ওয়েব কী ডিরেক্টরি বা WKD নামের একটা ব্যবস্থা আছে, যার মাধ্যমে প্রাপকের ইমেইলের ডোমেইন নাম থেকে স্বয়ংক্রিয়ভাবে পাবলিক কী যোগাড় করা সম্ভব। তবে এজন্য পূর্বশর্ত হচ্ছে নিজস্ব ডোমেইন থাকতে হবে এবং ইমেইল এড্রেসটাও এই ডোমেইনের অধীন হতে হবে।

(বিস্তারিত…)